খাবার শেষে আরো আছে
বিকেল বেলায় আজ
ইচ্ছ হলে সাজতে পারো
পুতুল খেলার সাজ ,
কনের গলায় মালা দিও
বরের মাথায় তাজ
তুমি এলেই করবো শুরু
আরো অনেক কাজ।
এসো এসো চলে এসো
আনন্দ রঙ পাতি ,
যাত্রা শুরু করতে পারি
রঙের চড়ুইভাতি !
হারিয়ে যাওয়া শৈশবই হোক
উজ্জ্বলতার বাতি ,
শৈশব কে খুঁজতে গিয়ে
সকল মাতামাতি!