ছড়া শিরোনাম

আবোল তা‌বোল

ছড়া লিখে বাজিমাত করেছেন দুই রায়,
বড়ুয়া নিয়ে গেছে আকাশের সীমানায়।
কেউ বলে ছড়ানাকি কবিতাকে গিলেখায়,
রিটনের কিছু ছড়া দিলে এসে মিলে যায়।
ফারুকের এক ছড়া মুখে মুখে এসে যায়,
অজয়ের ছড়াগু‌লো রীতিমতো হেসে যায়।
ইকবাল এমরান পরশ জসিমের ছড়া কই,
রাশেদের ছড়া নিয়ে রীতিমতো হই চৈ।
আবু আর ফয়েজের ছড়াগুলো স্লোগানে চিল্লায়,
এসো ভাই কথনের ছড়াপাঠে আন্দরকিল্লায় ।
স্বকালের ছড়া ফোটে লালদিঘী বাগানে,
ফারুকের কিছু ছড়া শোভাপায় যা গানে।
ফ‌কির আলেক্স ছড়া বলে সুললিত ছন্দে,
কষ্টটা সু‌লেরীর ছড়া লেখা বন্ধে।
আমেরিকা সনতোষ ডুবে আছে লেখাতেই,
টিপু করে লেখালেখি রহিমের দেখা নেই।
‌গোফরান এয়াকুব রুপু শাহীন আমীরুল
অ‌াল‌মের ছড়া যেন সুবা‌সিত দামি ফুল ।
‌সিকদার নাজমুল শিল্পী উত্তম ছড়া‌তেও বাহাদুর
সুব্রত র‌ে‌বেকা আহ‌মেদ লোকজ ছড়া‌তে আহা সুর !
সুমন্ত মনসফ মোদাচ্ছ‌ের ‌গিয়াস রাহনুমা আহা‌রে
মু‌জিব কায়সার দিলু নি‌য়োগীর ছড়া‌ হা‌সে বাহা‌রে ।
জাগরনী বাসু মিনহাজ তাজুল র‌িপন আর সু‌ফিয়ান
অ‌মিত সিবু দর্পন প‌িন্টু ঢালী‌ মিলন সৈয়দ ও দ্বীপ
‌জিপসী সজল রু‌মেন সন‌জিৎ প্র‌তিক মা‌লেক
‌জিন্নাহ্ মোশতাক মানু হারুন ফে‌লে ছন্দ‌ের ছীপ !
আ‌জিজ দুলাল দীপক বাবুল আর রহমান
ছড়ার নৌকা রা‌খে কাজী গ‌তিশীল বহমান ।
মামুন কমল মিজান মনজুর বাবু ইমন শাহ
লুৎফর ব্রত জগলুল উৎপল চৌধুরী আহ
পীযূ‌ষ‌ রতন ইর‌মের ছড়া হা‌সে আহ্ বাহ্ বাহ !
আমি নই ছড়াকার ছন্দ ও বুঝি না,
ছড়া পড়ে মন ভরে অতোসব খুজিনা।
হতে পারে কিছু ভুল আমার এই তথ্যে ,
ভুল হলে ক্ষমা চাই, ছড়া থাক সত্যে !

Comments

comments

Similar Posts

error: Content is protected !!