কবি খালেদ সরফুদ্দীন, ৮০ দশকের একজন জনপ্রিয় ছড়াকার ,সাংবাদিক, কবি, লেখক, শিশুসাহিত্যিক, সম্পাদক ও সংগঠক। বাংলাদেশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট এর সদস্য সচিব । ভালো নাম শেখ মোহাম্মদ সরফুদ্দীন খালেদ, ডাক নাম জসিম। পিতা-মরহুম আলহাজ ডাক্তার শেখ নুরুল আনোয়ার । মা-মরহুম আলহাজ সখিনা চৌধুরী । লেখাপড়া চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিপনন বিদ্যায় এম, কম। জন্ম-চট্রগ্রামের সীতাকুন্ড উপজেলার দক্ষিন সলিমপুর গ্রামে। বর্তমানে আমেরিকার নাগরিক। আমেরিকান সরকারের পোষ্টাল ডিপার্টমেন্টে সিনিয়র ক্লার্ক হিসেবে কর্মরত ।
সরফুদ্দীন খালেদ জসিম নামে লিখতেন স্কুল জীবন থেকে। প্রথম লেখা প্রকাশ স্বাধীন বাংলার প্রথম দৈনিক আজাদী’র আগামীদের আসর এ অক্টোবর ১৯৭৯। একজন সুস্হচিন্তার মুক্তমনের মানুষ হিসেবে খেলাঘর , কঁচিকাঁচার মেলা , চাঁদের হাট , কেন্দ্রীয় শাপলা কুঁড়ির আসর এবঙ সর্বশেষ বঙবন্ধু শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ছিলেন ।
প্রচন্ড অভিমানি ও আত্বকেন্দ্রিক কবি প্রায় ১০ বছর লেখালেখি থেকে বিরত ছিলেন কোন এক রহস্যময় কারণে। বর্তমানে www.postcardbd.com এর প্রধান সম্পাদক ও www.usbanglanews24.com এর নির্বাহী সম্পাদক এবং বাংলা সাহিত্যের বিশ্বব্যাপি সেরা লিটলম্যাগ ” প্রবিশ্ববাঙালি “র সম্পাদক । এর পূর্বেও অনেক লিটলম্যাগ সম্পাদনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য “অব্যয়” “পায়রা” “গোলাপ” ও “ছড়াটে”।
কবি র বই প্রকাশিত হয়েছে ৯ টি । ১. আগামী বৈশাখে রাঙাবো তোমায় ( কবিতা র বই )২০১৩ ২. তোমার মুখে ফুলচন্দন তুমি আমার আমি ( কবিতা র বই)২০১৪ ৩. বন্ধু মানে কী বন্ধু জানে কি ( পদ্যের বই ) ২০১৫ ৪ . ফুলেল সাক্ষী ফুলের বাগান( কবিতা র বই )২০১৬ ৫ . স্বপ্নশিকারিদের অরণ্যবিহার ( যৌথ কবিতা র বই ) ২০১৭ ৬ . কুটুম কুটুম ( ছড়া র বই )২০১৮ ৭ . বশীকরণ তাবিজ ( বড়দের ছড়া র বই ) ২০১৯ ৮ . খাসকথা ( ছড়া /কবিতা র বই ) ২০২০ ৯ . নীলছায়া ( গল্পের বই ) ২০২১ কবি খালেদ সরফুদ্দীন এর স্ত্রী`র নাম কোহিনুর আকতার , মেয়ে পারাপার খালেদ মেধা ও ছেলে চিশতি আলি খালেদ আদি কে নিয়ে নিউইয়র্ক এর কুইন্সভিলেজ এ বসবাস করছেন ।
আমি বন্ধু খালেদ সরফুদ্দীন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।