ছড়া

বন্ধন গড়ি ফুলে ফুলে

সহজেই বুঝা যায় ভুল,
বোঝাটাই করে মশগুল।
নিজেকে নিজে বুঝি,
যতোসব খোঁজাখুঁজি।
অন্যকে বুঝি কম কেন ?
প্রশ্নটা আটকিয়ে যেন “
এপারে ওপারে যারা,
ভুলের মাঝখানে দাড়া।
ভুলগুলো গলে যাক ভুলে,
বন্ধন গড়ি ফুলে ফুলে।

Comments

comments

Similar Posts

Leave a Reply

error: Content is protected !!