ছড়া

শি‌রোনামহীন

ছিল কিছু আজ নেই
তাই আমি শূন্য,
বাড়ী গাড়ী নিয়ে আজ
তুমি পরিপূর্ণ।
আমি জানি তোমাকে
আছে কিছু দেখাবার,
এসো সব ভুলে হই
মিলেমিশে একাকার।
সময়ের নিয়মে
সবকিছু উল্টা,
বোবা তাই সাক্ষীতে
পিতলের ফুলটা।
ছ‌বি ঋণ : উত্তম সেন ।

Comments

comments

Similar Posts

Leave a Reply

error: Content is protected !!