ছড়া শিরোনাম

হ্যাপি ভ্যালেন্টাইন, ভা‌লোবাসার আইন !

নীল ভে‌সে‌ছে লা‌লে
লাল এসে‌ছে নী‌লে ,
ত‌া ধিনা‌ধিন তা‌লে
বাকুম বাকুম দি‌লে !

লালেলা‌লে সু‌খের পরশ
নী‌লের অব‌হেলা ,
লা‌লের সা‌থে নী‌লের
কানামা‌ছি খেলা ।

নীল খে‌য়ে‌ছে লাল
লাল গি‌লে‌ছে নীল ,
নী‌লের সা‌থে লা‌লের
দাদরা তা‌লে মিল !

ভা‌লোবাসার খেলায়
নীল মি‌লে‌ছে লা‌লে ,
দুঃখগু‌লো ভু‌লে ওরা
থাক‌লো চিরকা‌লে ।

””””””””””””””””””’
১৪ফেব্রুয়ারী ২০২২
কুইন্স‌ভি‌লেজ , ন‌িউইয়র্ক ।
খালেদ সরফুদ্দীন

Comments

comments

Similar Posts

error: Content is protected !!