খা—খারাপ সময় চান না কোনদিন
লে—লেখাজোখায় বাজান খুশির বীন
দ—–দলবাজিতে নাচেন না ধিন ধিন।
স—সহজ ভাবে বাস্তবতা ভাবেন
র—রঙিন রঙিন শিশুর জীবন পাবেন,
ফু—ফুল পাখিদের বন্ধু বানান রোজ
দ—দক্ষ দেখে পক্ষ করেন খোঁজ
দী—দীক্ষা এবং শিক্ষা নিয়ে মেলা
ন—নতুন দিনের স্বপ্নে করেন খেলা।
-আক্তারুজ্জামান রকিব