খালেদ সরফুদ্দীন ১৯৬৪ সালের ১ জুলাই চট্টগ্রামের দক্ষিণ সলিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আলহাজ্ব শেখ নুরুল আনোয়ার। মায়ের নাম চৌধুরি সখিনা বেগম। পেশায় চিকিৎসক বাবার ছয় সন্তানের মধ্যে খালেদ সরফুদ্দীন হলেন সবার বড়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর পাস এই লেখকের স্ত্রীর নাম কোহিনূর আকতার। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁদের সুখের গৃহকোণ। তাঁদের বড় সন্তান মেয়ে। তার নাম পারাপার খালেদ মেধা আর ছেলের নাম চিশতি আলি খালেদ আদি। আমেরিকার নিউইয়র্ক প্রবাসী এই কবি পেশায় একজন সাংবাদিক। তিনি উত্তর আমেরিকার জনপ্রিয় অনলাইন usbanglanews24.com-এর নির্বাহী সম্পাদক। উল্লেখ্য, এই অনলাইন দৈনিকটি প্রতিমাসে একবার হার্ড পেপারে ম্যাগাজিন আকারে প্রকাশিত একমাত্র মাসিক।এছাড়া তিনি www.postcard.com এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রামের বেশিরভাগ লেখকের মতোই খালেদ সরফুদ্দীন-এর প্রথম লেখাটি প্রকাশিত হয় চট্টগ্রামের পাঠকপ্রিয় দৈনিক ‘আজাদী ‘র আগামীদের আসরে। তাঁর লেখালেখি জীবনের প্রথমদিকে তিনি সরফুদ্দিন খালেদ জসীম নামে লিখতেন। এই নামে তিনি ‘পায়রা’ নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করতেন।
পড়তে ক্লিক করুন