ওরা ছিল ছদ্ধবেশি
ওরা আজো আছে,
হাইব্রীডের আভরণে
তারা এখন নাচে !
জনক তুমি শুনতে কি পাও
মূলধারাতে কান্না !
হাইব্রীডরা সবই করে
তৃণমুলে যান না।
একাডেমিক চিন্তাগুলো
জন্মদিনে ফুটুক ,
জয়বাংলার জয়ধ্বনি
ভেসেভেসে উঠুক ।
””””””””””””””””””””””””’
জনকের ১০১ তম জন্মদিনে