কবিতা

শি‌রোনামহীন

অনিয়ম বেড়াজালে নিয়মটা ফেঁসে যায়
অনিয়ম শেষমেশ নিয়মেই এসে যায়
অনিয়ম নিয়মকে শুধু ভালোবেসে যায় !
নিয়মের মুখ বাঁধা অনিয়ম বলে যায়
অনিয়ম মারপ্যাঁচে নিয়মই গলে যায়
নিয়মের নীরবতা অনিয়ম চলে যায়!
নিয়মের কিছু ভুলে অনিয়ম দেয়ালে
অনিয়ম পোষমানে নিয়মের খেয়ালে
পিরিতটা বেড়েযায় বাঘ আর শেয়ালে !
সবখানে অনিয়ম আর কত মানা যায়
অনিয়ম ফুলঝুড়‌ি নিয়মের মানা দায়
জনগণ অনিয়ম নিয়মেই আনা চায়।

Comments

comments

Similar Posts

Leave a Reply

error: Content is protected !!