কবিতা শিরোনাম প্রতিরাতে নিষিদ্ধ হয় স্বর্গ বা জান্নাত ! মার্চ ২৪, ২০২১খালেদ সরফুদ্দীন যে রাত আমায় যন্ত্রণা দেয় ঘুম কেড়ে নেয় সুখ কেড়ে নেয় চোখের নিচে কষ্ট গাঁথার সিল মেরে দেয় ভেতরমুখি ঘূর্ণিঝড়ে দিল নেড়ে দেয় ! লজ্জাবিহীন ঘুটঘুটে রাত বাড়ায় শুধু খরচের খাত প্রতিরাতে নিষিদ্ধ হয় স্বর্গ বা জান্নাত ! Comments comments