আমি ভাই ফিরে যাবো আমাদের বাড়ি
খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি
আমার বাড়ির পাশে চলে রেলগাড়ি
ঝিক মিক ঝিক ঝিক মিক ঝিক
ঘুরে ঘুরে বেড়াবো এদিক ওদিক ।
গানে গলা মিলাবো মোহনীয় সুরে
ঘুরে ঘুরে বেড়াবো পুরো গ্রাম জুড়ে
আমি ভাই ফিরে যাবো সলিমপুরে ।
ঝিক মিক ঝিক ঝিক মিক ঝিক
ঘুরে ঘুরে বেড়াবো এদিক ওদিক ।
একমাস ছুটি নেবো খুব তাড়াতাড়ি
দেখতে যাবো আমি সবুজের সারী
আমি ভাই ফিরে যাবো আমাদের বাড়ি
ঝিক মিক ঝিক ঝিক মিক ঝিক
ঘুরে ঘুরে বেড়াবো এদিক ওদিক ।