আমি আমরা আশা ক্ষীণ করতে যদি পারি
চৈত্রের চাঁদ ঐ বাড়ীতে বৈশাখে এই বাড়ী ।
চাঁদকে নিয়ে রাত বাড়ীতে কেমন কাড়াকাড়ি ?
বৈশাখী চাঁদ ঠিক করেছে যাবে সবার বাড়ী ।
তোমার কোন থাকলে খবর দিও তাড়াতাড়ি
খেয়াল রেখো চাঁদ এখানে রাতেই দেবে পাড়ি।
যখন,মনের ভেতর কালবৈশাখী, দেখি চাঁদের মুখ
ভোর বিহানে লালবৈশাখী, আহা কি যে সুখ ।
৮ এপ্রিল ২০১৫, নিউইয়র্ক।