কবিতা শিরোনাম

ভুলে যাও সব সংঘাত

আজ চৈত্র মাসের রাত
রঙিলা মুখ হেসে হেসে
ভোর বেলাতে ডাকবে এসে
বৈশাখ মাসের হাত
ভু‌লে যাও সব সংঘাত ।
মনটা ঊড়ু ঊড়ু
বৈশাখ মাসের শুরু
চাঁদকে দিয়ে তোমার কা‌ছে
খবর পাঠিয়েছি…
চৈ‌ত্রের চাঁদ এই বাড়ী‌তে
‌বৈশা‌খে ঐ বাড়ী ,
‌তোমার কোন থাক‌লে খবর
‌দিও তাড়াতাড়ি
‌খেয়াল রে‌খো চাঁদ এখা‌নে
রা‌তেই দে‌বে পাড়ি ।
‌তিতা খাওয়ার ন‌িয়ম জান‌ি
চৈত্র মা‌সের শে‌ষে ,
ঐ‌তিয্য কে ভু‌লে গে‌লে
এই বয়‌সে এসে !
প‌রিষ্কা‌রের ঝুটঝা‌মেলা
চ‌ৈত্র মা‌সের শে‌ষে ,
‌বৈশাখ মা‌নেই নতুন কিছু
নতুন প‌রি‌বে‌শ‌ে।

Comments

comments

Similar Posts

error: Content is protected !!