তোমার জন্য সকাল দুপুর
তোমার জন্য সন্ধ্যা ,
তোমার জন্য এক বাগানের
সব রজনীগন্ধা !
চোখটা খুলে ভোর বিহানে একি ,
প্রজাপতির মিলন মেলা
সুসজ্জিত সকাল বেলা
ঘরটাকে আজ আলোকিত দেখি ।
আজকে তুমি যাও হারিয়ে যাও
সুনন্দিত জন্মদিনে ভালোবাসা নাও ।