ওরা কেউ থামে নাই
গাড়ী থেকে নামে নাই
ডানে নাই বামে নাই…
ওরা চায় রক্ত
ক্ষমতার তক্ত
ওরা কার ভক্ত…!
এতো মারে মরে নাই
খুন করে সরে নাই
প্রশাসন ধরে নাই…
কারা কারা পেয়ে খায়
কারা ধার চেয়ে খায়
ওরা পার পেয়ে যায়…
তোর আর জ্বালা কি ?
মুখে আছে তালা কি ?
সবখানে চালাকি …
খালেদ সরফুদ্দীন
৭ নভেম্বর, জ্যাকসনহাইটস, নিউইয়র্ক ।