হয়ে গেলো অপরাধের
সমীকরণ আঁকা…,
কত্ত রকম ছলচাতুরী
আর গেলোনা রাখা…।
বিশ্বজুড়ে অস্হিরতা
বুকের ভেতর খাঁ খাঁ ,
কান্নাহাসির আভরণে
ফাঁকা শুধুই ফাঁকা …।
সূর্যমামা ভীষণ খুশি
রোদ হয়েছে পাকা ,
জানি এবার বন্ধ হবে
মিথ্যাচারের চাকা ।
””””””””””””””””””””’
খালেদ সরফুদ্দীন
ম্যানহাটন , নিউইয়র্ক ।