ছড়া শিরোনাম

ছন্দ কলাম

হয়ে গেলো অপরাধের
সমীকরণ আঁকা…,
কত্ত রকম ছলচাতুরী
আর গেলোনা রাখা…।

বিশ্বজু‌ড়ে অস্হ‌িরতা
বু‌কের ভেতর খাঁ খাঁ ,
কান্নাহাসির আভর‌ণে
ফাঁকা শুধুই ফাঁকা …।

সূর্যমামা ভীষণ খুশি
রোদ হ‌য়ে‌ছে পাক‌া ,
জানি এবার বন্ধ হবে
মিথ্যাচারের চাকা ।

””””””””””””””””””””’

খালেদ সরফুদ্দীন

ম্যানহাটন , নিউইয়র্ক ।

Comments

comments

Similar Posts

error: Content is protected !!