হায় হায় হায় হায় হায় হায়
এ বড়ো আফসোস ,
দুতিন পেগ সুরা খেলেই
পরীমনির দোষ !
তারচে বরং আটক করো
কারা ওদের সামলায় ?
প্রশাসন কে তুলবে শূলে
বুর্জোয়া ও আমলায় ।
ওহ দেবদূত দেখবো কত
ভানুমতির খেল ?
হাইব্রীড সব নেতাগুলোর
হতে পারে জেল !
ওরা শুধু ঢালে তেল
ওরা জাতে বেয়াক্কেল ।
“”””””””””””””””””””””””””””””””””
খালেদ সরফুদ্দীন
কুইন্সভিলেজ , নিউইয়র্ক ।