প্রদীপ কে আর দোষ দিয়ে লাভ কি
ইফতেখারের পাপের বোঝা ভারী
প্রথম বউয়ের নামে আছে অবৈধ সম্পদ
আরো আছে কানাডাতে বিলাসবহুল বাড়ী !
মালেয়শিয়ায় ইফতেখারের দ্বিতীয় সংসার
কোটি টাকার ফিক্সড ডিপোজিট মামুলী ব্যাপার
যে প্রতিদিন চাঁদার টাকা দশ লক্ষাধিক আনে
বেনামী আর কি কী আছে চেয়ারম্যানও জানে !
আরো কিছু ওসি আছে ধরার সময় হলো
ও তৃণমূল বলো এবার সাহস করে বলো “”
শেখ হাসিনার কষ্টে গড়া সোনার বরণ দেশ
সবাই মিলে রাখতে হবে সুস্হ পরিবেশ ।
“”””””””””চলবে “””””””””””