ওরা ছিল মুখোশধারী
ওরা আজো আছে,
হাইব্রীডের আভরণে
কাক হয়ে কি নাচে !
জনক তুমি শুনতে কি পাও
মুলধারাতে কান্না,
হাইব্রীড রা সবই করে
তৃণমুলে যান না ।
জয়বাংলার জয়ধ্বনি
ভেসে ভেসে উঠুক,
একাডেমিক চিন্তাগুলো
শোকদিবসে ফুটুক।
————————-
খালেদ সরফুদ্দীন
১৪ আগষ্ট ২০২১,
কুইন্সভিলেজ , নিউইয়র্ক ।