ছড়া শিরোনাম

শোক দিব‌সে ফুটুক

ওরা ছিল মু‌খোশধারী
ওরা আজো আছে,
হাইব্রী‌ডের আভর‌ণে
কাক হ‌য়ে কি না‌চে !

জনক তু‌মি শুন‌তে কি পাও
মুলধারা‌তে কান্না,
হাইব্রীড রা সবই ক‌রে
তৃণমু‌লে যান না ।

জয়বাংল‌ার জয়ধ্বনি
‌ভে‌সে ভে‌সে উঠুক,
একা‌ডে‌মিক চিন্তাগু‌লো
‌শোক‌দিব‌সে ফুটুক।

————————-

খালেদ সরফুদ্দীন
১৪ আগষ্ট ২০২১,
কুইন্স‌ভি‌লেজ , নিউইয়র্ক ।

Comments

comments

Similar Posts

error: Content is protected !!