কেন তুই পালালি ?
সবখানে দালালি ?
ঘুষ খাওয়া হালালি ?
কত দিবি দাম চা …
খুলে ফেল গামছা …
তোরা সব চামচা ?
হবে আজ সাজা কার ?
শরীর টা তাজা কার ?
ভেতরেও রাজাকার ?
চুপিচুপি চলে যা …
নয়তোবা গলে যা…
মিলেমিশে দলে যা …
সব কথা তাঁহার ই
কত রঙ আহারি …
বাহারি বাহারি …।
খালেদ সরফুদ্দীন
১১/১২/২০২১
কুইন্স ভিলেজ, নিউইয়র্ক ।