ছড়া শিরোনাম

আমার মনের খবর চাটগাঁ শহর জানে

আমি তোমার কাছে যাবো
তুমি আমায় নিয়ে ভাবো !
চাটগাঁ শহর গিয়ে আমি নিজেকে চমকাবো !

আমার প্রাণের শহর কই
মন করে থৈ থৈ
ইচ্ছে করে ফিরে পেতে হারানো হৈ চৈ !

আমার মামার বাড়ির কাছে
পালিয়ে যাওয়া শৈশবটা আছে
ছোট ছোট খোকাখু‌কির হ‌ৈহুল্ল‌োড় নাচে !

আমি ডুবে যাবো মনবিলাসি গানে
আমার মনের খবর চাটগাঁ শহর জানে
ফিরে যাবো মায়ের কাছে চাটগাঁ আমায় টানে ।

-খালেদ সরফুদ্দীন
কুইন্স‌ভি‌লেজ , নিউইয়র্ক ।

Comments

comments

Similar Posts

error: Content is protected !!