সময়ের আয়োজনে
শুকনো মওশুম হায় ,
তারপরও তারা শুধু
বেগানা মরদ চায় !
কি করে টের পেলো
নারীর দরদ !
ডিগবাজি খায় শুধু
সেয়ানা মরদ !
সেয়ানা মরদ আজ
সবকিছু বুঝে ,
কি খুঁজে পাগল হয়
সনাতন গম্বুজে !
অভিজাত রসায়ণে
আহ কি দরদ !
কিছু কিছু নারী পোষে
বেগানা মরদ !
“””””””””””””””””””””””””””””””
খালেদ সরফুদ্দীন
কুইন্সভিলেজ , নিউইয়র্ক ।