নীল ভেসেছে লালে
লাল এসেছে নীলে ,
তা ধিনাধিন তালে
বাকুম বাকুম দিলে !
লালেলালে সুখের পরশ
নীলের অবহেলা ,
লালের সাথে নীলের
কানামাছি খেলা ।
নীল খেয়েছে লাল
লাল গিলেছে নীল ,
নীলের সাথে লালের
দাদরা তালে মিল !
ভালোবাসার খেলায়
নীল মিলেছে লালে ,
দুঃখগুলো ভুলে ওরা
থাকলো চিরকালে ।
””””””””””””””””””’
১৪ফেব্রুয়ারী ২০২২
কুইন্সভিলেজ , নিউইয়র্ক ।
খালেদ সরফুদ্দীন