ছড়া শিরোনাম

শিরোনামহীন

আমি জানি তুমি এখন তোমার সাথে থাকো
অহংকারের পুঁজিগুলো আগলে ধরে রাখো ।

আমি আজো একলা একা থাকি
হারিয়ে যাওয়া সুখগুলোকে ডাকি ।

তোমার এখন শনির দশা জানি
ইচ্ছে করে বৃহস্পতির তুঙ্গে টেনে আনি ।

 

খালেদ সরফুদ্দীন
৩০ মার্চ ২০২২
কুইন্স‌ভি‌লেজ , নিউইয়র্ক ।

 

Comments

comments

Similar Posts

error: Content is protected !!