ছড়া শিরোনাম

শৈশব

খাবার শে‌ষে আরো আছে
বি‌কেল বেলায় আজ
ইচ্ছ‌ হ‌লে সাজ‌তে পা‌রো
পুতুল খেলার সাজ ,

ক‌নের গলায় মালা দিও
বর‌ের গলায় তাজ
তু‌মি এলেই কর‌বো শুরু
আ‌রো অনেক কাজ।

এ‌সো এসো চ‌লে এসো
আনন্দ‌‌ রঙ পাতি ,
যাত্রা শুরু কর‌তে পার‌ি
চড়ুইভা‌তি জা‌তি !

হা‌রি‌য়ে যাওয়া শৈশবই হোক
উজ্জ্বলতার বা‌তি ,
‌শৈশব কে খুঁজ‌তে গি‌য়ে
সকল মাতামাত‌ি !

 

……………………………………………..
খালেদ সরফুদ্দীন
২৪ এপ্র‌িল ২০২২
ম্যানহাটন , নিউইয়র্ক ।

Comments

comments

Similar Posts

error: Content is protected !!