তিরিশ রোজা পূর্ণ করে
আগামীকাল ঈদ ,
বাজতে থাকুক সবমিডিয়ায়
নজরুল সঙীত ।
ইদ মুবারক ঈদ
ঈদ মোবারক ইদ ।
ইদ হয়ে যাক সব মানুষের
আনন্দময় দিন ,
সবাই আমার শুভেচ্ছা ও
ঈদের সালাম নিন ।
ইদ মোবারক ঈদ
ঈদ মুবারক ইদ ।
গরিব দুঃখি সব মানুষের
ঈদ হোক রঙিন ,
মিলেমিশে খুশি থাকুক
খালেদ সরফুদ্দীন !
কুইন্সভিলেজ , নিউইয়র্ক ।