ছড়া শিরোনাম

নিত্য‌দি‌নের কাবা

এক /

সবার রক্তকণায় মি‌শে থা‌কে মা ,
‌দিবস দি‌য়ে ঢ‌েক‌ে রা‌খি
‌দিন‌টি এলেই মা‌কে ডা‌কি
‌কেয়াম‌তের কা‌লো জামানা !

দুই /

মা’তো থাকে মনের কাছে কাছে
মা’তো আমার রক্তে মিশে আছে ।

পায়ের কাছে চুমো নিয়ে যাবা…
মা হয়ে যাক নিত্য দিনের কাবা ।

 

————————————-

খালেদ সরফুদ্দীন
৮ মে ২০২২
কুইন্স‌ভি‌লেজ , নিউইয়র্ক ।

Comments

comments

Similar Posts

error: Content is protected !!