এক /
সবার রক্তকণায় মিশে থাকে মা ,
দিবস দিয়ে ঢেকে রাখি
দিনটি এলেই মাকে ডাকি
কেয়ামতের কালো জামানা !
দুই /
মা’তো থাকে মনের কাছে কাছে
মা’তো আমার রক্তে মিশে আছে ।
পায়ের কাছে চুমো নিয়ে যাবা…
মা হয়ে যাক নিত্য দিনের কাবা ।
————————————-
খালেদ সরফুদ্দীন
৮ মে ২০২২
কুইন্সভিলেজ , নিউইয়র্ক ।